Md. Abdul Mannan Yaqubi
Obey, obey, obey
Obey your teacher,
To be gainer
In the future-
Obey your teacher.
Dear learners
Remember ever,
Your teacher is
Your life builder-
Obey your teacher.
He's also
The nation maker,
Disgrace on him
God bears ne'er-
Obey your teacher.
......
শিক্ষক মান্যকরন
মুহাম্মদ আবদুল মন্নান ইয়াকুবি
যিনি তোমার শিক্ষক তাঁকে
মান্য কর যদি,
ভবিষ্যতে পাবে তুমি
ধরায় সুখের গদি।
শিক্ষককে তাই মান্য করে চলবে নিরবদি।।
তোমরা যারা ছাত্র-ছাত্রী
কর অধ্যয়ন,
স্মরণ রাখবে, শিক্ষক করেন
শিষ্যের জীবন গঠন।
তাই শিক্ষকদের মান্য করে চলবে সর্বক্ষণ।।
যিনি শিক্ষক তিনি আবার
সুন্দর জাতি গঠক,
ছাত্র করলে অপমান তার
সয় না প্রতিপালক।
একারণে মান্য করে তুষ্ট রাখ শিক্ষক।।
.......
0 comments:
Post a Comment